পৃথিবীর অন্তস্থল (core)
আবিষ্কার : ১৯০৬ খ্রীষ্টাব্দ
বিজ্ঞানী : রিচার্ড ডিক্সন ওলডহ্যাম
চিত্র : পৃথিবীর অন্তস্থল ।
ওল্ডহ্যামের পৃথিবীর অন্তস্থল (core) গঠন বিষয়ক আবিষ্কারটি করেন ১৯০৬ খ্রী-তে । তিনি সারা পৃথিবীর ভূকম্পীয় ঢেউগুলির পথের বিস্তারণ পরীক্ষা করে দেখলেন যে, কিছু ঢেউ প্রতিসরিত হয় এবং কিছুর গতি পরিবর্তিত হয় যখন পৃথিবীর অন্তস্থলের ভিতর দিয়ে প্রবাহিত হয়, আবার কিছু ঢেউয়ে তা' হয়না । তা' ছাড়া ভূকম্পীয় ঢেউগুলির গতি কিছুটা পর্যন্ত বৃদ্ধি পায় যখন তারা ভূগোলকের অভ্যন্তর দিয়ে প্রবাহিত হয় । সেসময়ে, কিছু-কিছু গভীরতায় তারা হঠাৎ মন্থর হয়ে যায় । তিনি প্রস্তাব করেন যে ঢেউগুলি নিশ্চয় বিভিন্ন পদার্থের সম্মুখীণ হচ্ছে । এই সব প্রমাণ পর্যালোচনা করে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে পৃথিবীর একটি অন্তস্থল আছে । ওল্ডহ্যাম এই অন্তস্থলের পরিমাপও নিরূপণ করেন হাজারখানেক পৃথিবীব্যাপী ছড়ানো ভূকম্পনের বিভিন্ন গভীরতায় গতি পরিবর্তনের হিসাব থেকে ।