তেজস্কৃয়তা

তেজস্কৃয়তা
                                                
১৯০৩ খ্রীষ্টাব্দ
বিজ্ঞানী : আঁতোয়া অঁরি বেকেরল


তেজস্কৃয়তা আবিষ্কার করেন ফরাসী বিজ্ঞানী আঁতোয়া অঁরি বেকেরল (১৮৫২- ১৯০৮ খ্রী) ১৯০৩ খ্রীষ্টাব্দে । ১৮৯৫ খ্রী-র শেষদিকে উইল্হেলম কনরাড রনজেন (১৮৪৫-১৯২৩ খ্রী) আবিষ্কার করলেন একস্ রশ্মি বা রনজেন রশ্মি । এই বিষয়ে জানতে পারলেন বেকেরল পয়কারের কাছ থেকে । একস রশ্মির সঙ্গে প্রতিপ্রভার একটি সম্পর্কের কথা মনে এলো বেকেরলের । তিনি প্রতিপ্রভা সৃষ্টিকারী বস্তুরা একস্রশ্মি নির্গত করে কিনা তা' দেখার কাজে ব্রতী হলেন । পরীক্ষামূলক বিজ্ঞানে একটি নূতন ধারার সৃষ্টি হল- কয়েক সপ্তাহের মধ্যে আবিষ্কৃত হল তেজস্কৃয়তা বা রেডিও অ্যাক্টিভিটি ।