আলজ্‌হাইমার ব্যাধি

আলজ্‌হাইমার ব্যাধি
                                           
আবিষ্কার : ১৯০৬ খ্রীষ্টাব্দ
বিজ্ঞানী : অ্যালসে আলজ্‌হাইমার


আলজ্‌হাইমার ব্যাধি (াল্যহএমেএর দসেএঅসএ ) চিত্তভ্রংসের একটি সাধারণ রূপ । এর কোনও নিরাময় নেই, ব্যাধি সময়ের সঙ্গে বেড়েই চলে এবং পরিশেষে রোগীর মৃতেু হয় । এই রোগের প্রথম বর্ণনা দেন জার্মান মনোবিজ্ঞানী ও স্নায়ুশরীরতত্ববিদ অ্যালসে আলজ্হাইমার ১৯০৬ খ্রী-তে এবং রোগের নামকরণ হয় তাঁরই নামে ।
অলজ্হাইমার বার্ধক্য-জনিত কোনও ব্যাধি নয় যদিও বেশি বয়েসে এই ব্যাধির ঝুকি বেশি ; ৬৫ বৎসর এবং তার বেশি বয়সেই এই দায় বর্তাতে দেখা গেছে । ব্যাধিগ্রস্থদের ৫ শতাংশ মতন, চল্লিশ-পঞ্চাশ বৎসর বয়সে এই রোগে আক্রান্ত হতে দেখা গেছে । বিশদ বিবরণের জন্য দেখুন : অবসর- স্বাস্থ্য বিভাগ - আলজ্‌হাইমার ডিজিজ ।