বার্গেস কর্দমশিলা

বার্গেস কর্দমশিলা
                                              

আবিষ্কার : ১৯০৯ খ্রীষ্টাব্দ
বিজ্ঞানী : চারলস্ ডি. ওয়ালকোট


১৯০৯ খ্রীষ্টাব্দে 'বার্গেস কর্দমশিলা' (Burgess Shale) আবিষ্কার করেন চারলস্ ডি. ওয়ালকোট- তখন তিনি স্মিথসোনিয়ান ইন্স্টিটিউশনে কর্মরত ছিলেন । কথিত আছে যে, তাঁর অশ্ব একটি বড় পাথরের সন্মুখে দাঁড়িয়ে যায় ; পাথরটি ভেঙ্গে পাওয়া গেল জীবাশ্ম (fossil ) । এই ভাবেই বার্গেস কর্দমশিলা আবিষ্কৃত হয় ; অবশ্য তখন তখনই এটি কোনও সমাদর পায়নি, যেটা হয়েছিল পঞ্চাশ বছর পরে ১৯৬০ খ্রী-তে, যখন আলবেরো সিমোনেলা (Alberot Simonella ) এর বিভিন্ন প্রাণীকুল (অনেঅ)%-এর নামকরণ করতে শুরু করেন ।


এই কর্দমশিলা পাওয়া গিয়েছিল কানাডার রকি পর্বতমালা এলাকার বার্গেস গিরিপথ-এ । হাডসন উপসাগরের মাঝামাঝি এক প্রাচীন স্থলভূমিতে ( নাম লরেনসিয়া Lauirentia ) রয়েছে বিশ্বের সর্বাপেক্ষা বিভিন্নরূপ জীবাশ্ম সঞ্চয় । জীবাশ্মগুলি সঞ্চিত হয়েছে মাউণ্ট ঢঅপতঅ এবং মাউণ্ট েএলদ- এর মধ্যস্থলের দুটি খাতে জমা কর্দমশিলায় । উপরের খাতকে বলা হয় Wallcott quarry আর নীচেরটির নামকরণ হয়েছে Raymond quarry । ১৯৮১ খ্রী-তে ুণশিছ বার'গেস কর্দমশিলাকে বিশ্ব 'হেরিটেজ' স্থলের আখ্যা দেয় ।

বার'গেস কর্দমশিলা হল ক্যামব্রীয় (Cambrian) যুগের জীবাশ্মের সব থেকে ভালো দলিল । ৫৪৫ থেকে ৫২৫ মিলিয়ন বৎসর আগে ক্যামব্রীয় এক্স্প্লোশন থেকে উদ্ভূত জন্তুজানোয়ারের খবর পাওয়া যাচ্ছে । এসময়ে জীবন মোটামুটি কেন্দ্রিভূত ছিল বিশ্বের মহাসমুদ্রে, ভূমি ছিল অনুর্বরা, বাসযোগ্যবিহীন এবং সদাই ক্ষয়প্রাপ্ত । এধরণের ভূতাত্বীয় অবস্থায় মাঝে মাঝেই কাদার ধস সাগরে পড়ে শৈবাল প্রাচীর (aalgal reef )- এর পাশে অবক্ষিপ্ত হয় ।