কেয়স তত্ব


কেয়স তত্ব
 (Chaos
                                         


প্রকাশনা : ১৯০৩ খ্রীষ্টাব্দ
বিজ্ঞানী : অঁরি পয়েকাঁরে


'কেয়স তত্ব' (Chaos Theory) হল অরৈখিক গতিবিজ্ঞান-বিষয়ে অধ্যয়ন, যার দ্বারা আপাতপ্রতীয়মান অগোছালো ঘটনাগুলিকে সাধারণ নির্ধারিত (determistic) সমীকরণগুলি দ্বারা প্রকৃতভাবে নির্ণয় করা যায় ।

সাধারণ ব্যবহারে 'কেয়স' অর্থ হল একটা বিশৃঙ্খলা, বিন্যাসহীনতা । বিজ্ঞানের ভাষায়, আপাতবিশৃঙ্খল কোনও সিস্টেম যেখানে কিছু কিছু কিছু নীতি বা সূত্র পালিত হয় ; 'কেয়স'-এর এই ব্যাখ্যা 'গতিময় অনাবস্থা'র (dynamical instability) সঙ্গে সমার্থক, যে অবস্থাকে আবিষ্কার করেছেন পদার্থবিদ্ অঁরি পঁয়কারে (Henry Poincare ) ( ১৮৫৪-১৯১২ খ্রী ) বিংশ শতাব্দীর প্রথমে ।

ফরাসী বিজ্ঞানী পয়েকাঁরে একজন বিশিষ্ট বিজ্ঞানী ছিলেন ; মাত্র চল্লিশ বৎসর বয়সে বিখ্যাত সব গণিতজ্ঞদের মধ্যে সর্বোচ্চ স্থান পান । কেবল গণিতেই নয়, পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা এবং দর্শনে তাঁর সমান দক্ষতা ছিল । সোরবনে তাঁর বিখ্যাত বক্তৃতামালা দিয়ে ইওরোপীয় বিজ্ঞানীদের সামনে ম্যাক্স্ওয়লের তত্বকে তুলে ধরেছিলেন । তিনি ছিলেন সুসাহিত্যিক ; তবে তিনি সর্বজনের শ্রদ্ধা অর্জন করে ছিলেন 'কেয়স তত্ব' (Chaos Theory)-র উপরে মৌলিক চিন্তাধারার জন্য ।

১৯০৩ থেকে ১৯০৮ খ্রী-র মধ্যে পয়েকাঁরে তিনটি পুস্তক প্রণয়ন করেন, যেখানে তিনি দেখিয়েছেন কিভাবে কোনও সিস্টেম প্রাথমিক শর্তগুলির অধীন । তিনি দেখালেন কিভাবে তিনটি জঙ্গম বস্তু পরষ্পরের সঙ্গে ক্রিয়া করবে যখন প্রাথমিক শর্তগুলিতে অতি সামান্য তফাৎ রয়েছে, যার ফলে তাদের অন্তিম গতিতে বৃহৎ তফাৎ পাওয়া যাবে ।
কেয়স তত্ব বিজ্ঞানের প্রতিটি শাখায় অল্পবিস্তর ব্যবহৃত হয়েছে যার মধ্যে আছে আবহাওয়া, স্টক এক্সচেঞ্জ, পশু-সংখ্যা, গ্রহিক গতি এবং মৃগীরোগ সংক্রমণ ।