দুঃস্বপ্ন দেখার কারন


প্রকাশ ঃ ৬ই জুন, ২০১৬ l জীবনযাপন

 
লাইফস্টাইল ডেস্ক : আমরা রাতে ঘুমের মধ্যে কম বেশী সবাই স্বপ্ন দেখে থাকি এইগুলা হতে পারে ভালো স্বপ্ন আবার হতে পারে দুঃস্বপ্ন বা ভয়ের স্বপ্ন।
আজ কিছু দুঃস্বপ্ন দেখার কারন বলবো যেগুলি কমবেশি সকলেই দেখে থাকেন। জেনে নিন সেই দুঃস্বপ্নগুলি দেখার অর্থ 
১. উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার স্বপ্ন:
এই স্বপ্ন দেখার অর্থ, আপনি জীবনে এমন কোনও পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন যা আপনার নিয়ন্ত্রণের বাইরে।
২. দুর্ঘটনার স্বপ্ন:
এর অর্থ, ব্যক্তিগত জীবনে আপনি নিরাপত্তাহীনতা ও আত্মসম্মানের অভাবে ভুগছেন। 
৩. প্রাকৃতিক দুর্যোগে আটকে পড়ার স্বপ্ন:
এই স্বপ্ন দেখার অর্থ, কোনও একটা আসন্ন ঘটনা সম্পর্কে উদ্বেগ বা দুশ্চিন্তায় রয়েছ‌েন আপনি।
৪. কোনও গুরুত্বপূর্ণ কাজে ব্যর্থ হওয়ার স্বপ্ন:
ছাত্রজীবনে এই জাতীয় স্বপ্ন খুব সাধারণ। পরীক্ষায় ফেল করা বা পরীক্ষার হলে কোনও প্রশ্নের উত্তর দিতে না পারা এই জাতীয় স্বপ্নের উদাহরণ। বাহ্যিক চাপ বা নিজের কাছে নিজের প্রত্যাশা যখন অত্যধিক হয়ে যায় তখনই এই জাতীয় স্বপ্নের দেখা মেলে। 
৫. স্বপ্নে মৃত মানুষ দেখা বা নিজের মৃত্যু দেখা:
স্বপ্নে মৃতজনকে দেখা মানে আবেগের জগতে আপনার টানাপোড়েন চলছে, আর নিজের মৃত্যু দেখার অর্থ, আপনার মানসিক জগতে কোনও ইতিবাচক উন্নতি ঘটে চলেছে। 
৬. আক্রান্ত হওয়ার স্বপ্ন:
কেউ আপনাকে তাড়া করছে বা কোনও হিংস্র জন্তু আপনাকে আক্রমণ করছে এমন স্বপ্ন দেখার অর্থ, জীবনে এমন কোনও সমস্যায় আপনি পড়েছেন যাকে এড়িয়ে যাওয়াই সেই সমস্যা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় বলে আপনার মনে হচ্ছে। 
৭. আপনার ভালবাসার মানুষ আপনাকে ছেড়ে যাচ্ছে:
এর অর্থ, ভালবাসার জগতে আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিজেকে নিজের সঙ্গীর উপযুক্ত বলে মনে হচ্ছে না আপনার।
৮. কোনও ফাঁদে আটকে পড়ার স্বপ্ন:
এই ধরনের স্বপ্নের অর্থ, এমন কোনও পরিস্থিতিতে আপনি আটকে পড়েছেন যেখান থেকে মুক্তির কোনও উপায় আপনি দেখছেন না। সেই সংকটজনক পরিস্থিতি আপনার প্রেমজীবনের হতে পারে, অথবা আপনার কর্মজীবনের। 
৯. স্বপ্নে নিজেকে নগ্ন দেখা:
যখন সমাজে নিজের অবস্থান বা লোকে আপনাকে নিয়ে কী ভাবছে, এই বিষয়ে আপনি অতি সচেতন তখনই এই ধরনের স্বপ্ন দেখার প্রবণতা বাড়ে।
১০. মাকড়সা বা সাপের স্বপ্ন:
স্বপ্নে মাকড়সা দেখতে পাওয়ার অর্থ, নেতিবাচক চিন্তার বিরুদ্ধে আপনাকে রক্ষা করার মতো কোনও শক্তি আপনার জীবনে রয়েছে। স্বপ্নে সাপ দেখার বিবিধ অর্থ থাকতে পারে। তবে সাধারণত স্বপ্নে সাপ দেখলে আপনি বুঝবেন, কোনও সমস্যাসঙ্কুল পরিস্থিতি থেকে আপনি ক্রমশ বেরিয়ে আসছেন।