লাইফস্টাইল ডেস্ক: মেয়েদের মন পাওয়ার জন্য এবং মেয়েদের চোখে আকর্ষণীয় হয়ে ওঠার জন্য বেশি কাঠখড় পোড়াতে হবে না।
তাহলে মেনে চলুন এই ৮টি বিষয়:
১) মেয়েদের কাছে সেই পুরুষ বেশি আকর্ষণীয় যাঁরা চোখে চোখ রেখে কথা বলতে পারেন।
২) ছোটো ছোটো সৌজন্য, যেমন কোথাও গেলে দরজা খুলে ধরা বা রেস্টুরেন্টে গেলে চেয়ার টেনে বসতে দেয়া, রাস্তা পার করে দেওয়ার সময়ে হাত ধরা মেয়েদের বেশি আকর্ষণ করে।
৩) বারবার বান্ধবীর খোঁজ খবর নেয় তাঁদের মেয়েরা পছন্দ কর।
৪) মেয়েদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হন যে পুরুষ তাঁদের মেয়েরা পছন্দ করে।
৫) পুরুষেরা শিশুদের সঙ্গে সময় কাটালে সেটা পছন্দ করে মেয়েরা।
৬) মুখে সব সময়ে হাসি চাই। হাসিখুশি ছেলেরা মেয়েদের আকৃষ্ট করতে পারে।