১. আপনার কোনো অনুসারী না থাকলেও আপনাকে নেতৃত্ব দিয়ে যেতে হবে।
২. আপনাকে চেষ্টা করে ব্যর্থ হতে হবে এবং আবার চেষ্টা করতে হবে।
৩. আপনি সকালে যখন ঘুম থেকে উঠেন তারও আগে উঠতে হবে আপনাকে।
৪. আপনি কারো সাথে কোন কিছু নিয়ে ওয়াদা করে থাকলে তা অবশ্যই পালন করতে হবে, অন্যথায় ওয়াদাকৃত ব্যক্তিকে আপনার অপারগতার কথা জানিয়ে দিতে হবে।
৫. অন্যেরা আপনার প্রতি যতটুকু যত্নবান, আপনার তাদের প্রতি তাদের থেকে বেশি যত্নবান হতে হবে।
৬. আপনার স্বপ্ন পুরণে কেউ আপনার কথায় অথবা আপনার উপর বিনিয়োগ না করলেও আপনাকে নিজের প্রতি আস্থা রেখে নিজের উপর বিনিয়োগ করে যেতে হবে।
৭. যখন আপনি কোনো প্রশ্নের উত্তর খুজঁছেন, তখন আপনাকে বোকার মত দেখাতে হবে।
৮. অযুহাত দেখানোর সুযোগ থাকলেও, আপনার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে সমাধা করতে হবে।
৯. দম ফুরিয়ে আসলেও আপনাকে দ্রুত এবং আরও দ্রুত দৌড়াতে হবে।
১০. কোনো “প্রথাগত মতামত” আপনাকে মেনে নিতে বলা হলেও, সেটার যুক্তিযুক্ত ব্যাখ্যা আপনাকে খুঁজে বের করতে হবে।
১১. কোন কাজ নিরাপদ জেনেও, আপনাকে ধরে নিতে হবে যে সেটা অনিশ্চিত ও অনিরাপদ, এতে আপনি আরও বেশি গুরুত্ব সহকারে কাজটি করতে পারবেন।
১২. আপনাকে ভুল করতে হবে এবং ভুল করার পর আপনাকে দেখতে একটা গাধার মত লাগা উচিত।
১৩. আপনি কারও থেকে যতটুক পান তার থেকে বেশি দিতে শিখতে হবে।
১৪. প্রতিদিন নিয়মিত কমপক্ষে ১৫- ৩০ মিনিট ব্যায়াম করতে হবে, এটা আপনার শরীর ও মন কে চাঙা রাখবে।
১৫. যারা আপনার প্রতি নির্দয়, তাদের প্রতি সদয় হতে হবে।
১৬. আপনি যেখানে পৌছাঁতে চান, আপনার সেই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলতে থাকতেই হবে, সামনে যে বাধাঁই আসুক না কেনো।
১৭. যে কাজ করতে আপনি ভয় পান আপনাকে সে কাজটিই করতে হবে।
১৮. আপনাকে সেই অসাধ্য সাধন করতে হবে যা অন্যেরা করছে না।
১৯. যদি আপনার কোনো সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়, তাহলে সেটার দায়-দায়িত্ব আপনাকেই বহন করতে হবে।
২০. আপনি আহত, ক্ষত-বিক্ষত, রক্তাক্ত হলেও আপনাকে লড়াই করে যেতে হবে।
২১. আপনার প্রাত্যহিক একটি রুটিন থাকতে হবে, যা নিয়মিত ভাবে প্রতিদিন আপনাকে অনুসরণ করে যেতে হবে।
আপনার জানা আছে কি, আর কোনো ভালো সুত্র যা অনুসরণ করে সফলতা পাওয়া যেতে পারে? তবে এই ইমেইল এ sknursalam@gmail.com যোগাযোগ করুন।