বায়ুমণ্ডলের স্তর


বায়ুমণ্ডলের স্তর
                                                 
আবিষ্কার : ১৯০২ খ্রীষ্টাব্দ
বিজ্ঞানী : Leon Philippe Teisserence de Bort


অনেক আগে বিজ্ঞানীদের ধারণা ছিল পৃথিবীর উপরের বায়ুমণ্ডলে একটি মাত্র স্তর আছে । ১৯০২ খ্রী-তে ফরাসী বিজ্ঞানী Leon Philippe Teisserence de Bort পরীক্ষার মাধ্যমে দেখালেন যে বায়ুমণ্ডলে অন্ততঃ দুটো স্তর আছে যাদের নাম তিনি রেখেছিলেন ট্রোপোস্ফিয়ার (Troposphere) এবং স্র্ট্যাটোস্ফিয়ার (Stratosphere) ।
ফিলিপ কাজ করতেন Bureau Central Meteorologique-তে ; কাজ ছেড়ে দেন ১৮৯২ খ্রী-তে বৈজ্ঞানিক গবেষণায় পুরো সময় নিয়োজিত করার জন্য । বায়ুমণ্ডল থেকে তথ্য সংগ্রহের জন্য বেশ কিছু সূক্ষ পরিমাপ যন্ত্র বেলুন-সহযোগে পাঠাতেন একটি বিশেষভাবে নির্মিত হ্যাঙ্গার থেকে এবং তদ্বারা এমন উঁচুতে যেতে পেরেছিলেন যা আগে কখনও হয়নি। দু'শোর মতন বেলুন পাঠিয়েছিলেন তিনি । সংগ্রীহিত তথ্য বিশ্লেষণ করে তিনি দেখলেন বায়ুমণ্ডলে পৃথিবীর উপরে ১১ কিলোমিটার পর্যন্ত তাপমান নিয়মিতভাবে কমে যায় ; তার উপরে তাপমান স্থির থাকে । তিনি তখন বায়ুমণ্ডলকে দুটো স্তরে বিভক্ত করার প্রস্তাব করেন, যা'দের নাম দেন : ট্রোপোস্ফিয়ার এবং স্র্ট্যাটোস্ফিয়ার । পরবর্তীকালে অবশ্য আরও তিনটি স্তর যুক্ত করেন : মেসোস্ফিয়ার (mesosphere), থার্মোস্ফিয়ার (thermosphere) এবং এক্সোস্ফিয়ার (exosphere )।