প্রকাশের সময়: Tuesday, May 31st, 2016 | বিজ্ঞান ও প্রযুক্তি
মদ্যপানে আসক্তি ছাড়াতে অনেকেই নানা পন্থা অবলম্বন করে থাকেন। তবে আপনার যদি স্যোশাল নেটওয়ার্কিংয়ে আসক্তি থাকে তাহলে এক্ষেত্রে ব্যতিক্রম কিছু হতে পারে। কারণ আপনি মদ্যপানে আসক্ত কিনা, বা তার পরিমাণ কতটা তা বলে দিতে পারবে স্যোশাল মিডিয়া। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি ও ওহাইয়ো ইউনিভার্সিটির যৌথ গবেষণায় এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বলা গিয়েছে, মদ্যপানে আসক্তি বিশেষ করে কমবয়সী কলেজ ছাত্র-ছাত্রীদের বিপথে ঠেলে দিচ্ছে। মদ্যপানে আসক্তি থেকেই তারা বিভিন্ন সময়ে স্যোশাল সাইটে মদ সংক্রান্ত নানা ছবি বা লেখা পোস্ট করছে যা নানা সমস্যার সূত্রপাত করছে। এই ধরনের বিষয় মদ্যপানের বিষয়টিকে সামনে আনছে। ফলে স্যোশাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে মদ্যপান থেকে বিরত থাকার বিষয়টিকে এমন আক্রান্তের সামনে আনা যেতে পারে। এই বিষয়ে গবেষকরা একটি সমীক্ষা চালান। ১৮ বা তার বেশি বয়সী মোট ৩৬৪ জনের উপরে পরীক্ষা চালানো হয়েছিল। এদের সকলেরই ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামের মতো স্যোশাল সাইটের কোনও একটায় অ্যাকাউন্ট রয়েছে। সেখানে সমীক্ষকরা দেখেন, যারা অ্যালকোহলে অভ্যস্ত, তারা স্যোশাল সাইটে তা নিয়ে পোস্ট দিতে মুখিয়ে থাকেন। যতোটা তারা মদ্যপানে আসক্ত, ততোটাই আসক্তি রয়েছে এই সংক্রান্ত পোস্ট দুনিয়াকে জানানোর ক্ষেত্রে। ফলে এমন গবেষণাকে হাতিয়ার করে স্যোশাল মিডিয়ার মাধ্যমে কমবয়সী ছাত্রছাত্রীদের ভবিষ্যতে মদ্যপান থেকে বিরত করা যেতে পারে বলে মনে করছেন সমীক্ষকরা।