নিউরোট্রান্সমিটার


নিউরোট্রান্সমিটার
 (Neurotransmitter)
                                                                                        

আবিষ্কার : ১৯২১ খ্রীষ্টাবদ
বিজ্ঞানী : অটো লিউই


১৯২১ খ্রীষ্টাব্দে অষ্ট্রিয়ার বিজ্ঞানী অটো লিউই (Otto Loewi) প্রথম নিউরোট্র্যান্সমিটার (Neurotransmitter) আবিষ্কার করলেন । রাসায়নিক সংঘটক দ্বারা স্নায়ু-প্রবাহগুলির পরিবহন প্রথম পরীক্ষামূলকভাবে যাথর্থতা পেল । পরীক্ষায় তিনি ব্যবহার করেছিলেন দু'টি ব্যাং-এর হৃৎপিণ্ড । একটিকে ( বলা যায় হৃৎপিণ্ড ১ ) ভেগাস নার্ভ (Vegas nerve)-এর সঙ্গে যুক্ত থাকা অবস্থায় লাবণ (saline)-পূর্ণ একটি প্রকোষ্ঠে রাখা হয়েছিল । এই প্রকোষ্ঠটি যুক্ত ছিল আর একটি প্রকোষ্ঠের সঙ্গে, যেখানে ছিল দ্বিতীয় হৃত্পিণ্ডটি । প্রকোষ্ঠ ১ থেকে তরল পদার্থ পাঠানো হল প্রকোষ্ঠ ২-এ । ভেগাস নার্ভ-এর বৈদ্যুতিক উদ্দীপন (stimulation) যথানিয়মে হৃত্পিণ্ড ১-কে মন্থর করলো । কিছুক্ষণ বাদে লিউই দেখলেন দ্বিতীয় হৃৎপিণ্ডটিও মন্থর হয়ে আসছে । লিউই প্রস্তাব করলেন ভেগাসের বৈদ্যুতিক উদ্দীপন প্রথম প্রকোষ্ঠে মুক্ত করেছে একটি রাসায়নিক যা' দ্বিতীয় প্রকষ্ঠে প্রবাহিত হয়েছে । লিউই এই রাসায়নিক-এর নাম দিলেন "Vagusstoff" । পরবর্তীকালে এই রাসায়নিক পরিচিত হয় acetylcholine নামে ।

১৯২১ থেকে ১৯২৬ খ্রী সময়ে অটো লিউই তাঁর গবেষণাগার থেকে ৬-টি গবেষণাপত্র দিয়ে এই নূতন প্রকটিত কৌশলের মূল চরিত্রগুলি প্রকাশ করেছিলেন । এই সকল গবেষণা থেকে একটি ইঙ্গিত পাওয়া গিয়েছে যে একটি মূল রাসায়নিক কাঠামো রয়েছে সমস্ত স্বতঃক্রিয় গ্যাংগ্লিয়নের প্রান্তসন্নিকর্ষ (synapses)-গুলিতে এবং সাধারণ ঐচ্ছিক পেশির চেষ্টিয় স্নায়ু-শেষে ।
১৯৩৬ খ্রীষ্টাবদে শরীরবিজ্ঞানে নোবেল পুরষ্কার লাভ করেন স্যর হেনরি ডেল- সহ অটো লিউই ।