West Bengal's Election Results of 1952 to 2016


১৯৫২-২০১৬ পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ফলাফ

১৯৫২ সালে প্রথম বিধানসভা ভোট থেকে শুরু করে ২০১৬ পর্যন্ত বিধানসভা ভোটের ফলাফল কেমন হয়েছে? কোন দল কোন বছরে ক্ষমতা দখল করেছে  তা দেখে নিন একনজরে।

প্রথম বিধানসভা নির্বাচনের ফলাফল (১৯৫২)


১৯৫২ সালে প্রথমবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিধানচন্দ্র রায়ের কংগ্রেস ১৫০টি আসন পায়। বিরোধী জ্যোতিবসুর দল বামফ্রন্ট মাত্র ৩৯টি আসন পেয়েছিল। মোট আসন ছিল ২৩৮টি।

দ্বিতীয় বিধানসভা নির্বাচনের ফলাফল (১৯৫৭)

১৯৫৭ সালে কংগ্রেস পায় ১৫২টি আসন ও সরকার গঠন করে। মোট আসন ছিল ২৫২টি।

তৃতীয় বিধানসভা নির্বাচনের ফলাফল (১৯৬২)

মোট ২৫২টি বিধানসভা আসনের মধ্যে এবারও কংগ্রেস ১৫২টি আসন পেয়ে সরকার গঠন করে।

চতুর্থ বিধানসভা নির্বাচনের ফলাফল (১৯৬৭)

এই প্রথমবার সরকারে আসে বামেদের ইউনাইটেড ফ্রন্ট। পায় মোট ১৩৩টি আসন। কংগ্রেস পায় ১২৭টি আসন।

পঞ্চম বিধানসভা নির্বাচনের ফলাফল (১৯৬৯)

অজয় মুখোপাধ্যায়ের নেতৃত্বে ইউনাইটেড ফ্রন্ট সরকার গঠন করে। তবে মাত্র ১ বছর ১৫৫ দিন ক্ষমতায় ছিল এই সরকার।

ষষ্ঠ বিধানসভা নির্বাচনের ফলাফল (১৯৭১)

মাঝে ২১৫ দিনের রাষ্ট্রপতি শাসন জারি থাকার পরে নির্বাচনে  জিতে মুখ্যমন্ত্রী হন কংগ্রেসের প্রফুল্ল চন্দ্র ঘোষ।

সপ্তম বিধানসভা নির্বাচনের ফলাফল (১৯৭২)

এরপরে ১৯৭২ সালের সপ্তম বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় আসে কংগ্রেস। মুখ্যমন্ত্রী হন সিদ্ধার্থশঙ্কর রায়।

অষ্টম বিধানসভা নির্বাচনের ফলাফল (১৯৭৭)

এই প্রথমবার রাজ্যে পূর্নাঙ্গভাবে ক্ষমতায় আসে বামফ্রন্ট। মুখ্যমন্ত্রী হন জ্যোতিবসু।

নবম বিধানসভা নির্বাচনের ফলাফল (১৯৮২)

ফের ক্ষমতায় আসে বামফ্রন্ট সরকার। মুখ্যমন্ত্রী হন জ্যোতিবসু।

দশম বিধানসভা নির্বাচনের ফলাফল (১৯৮৭)

দশম বিধানসভা নির্বাচনে বাম শাসন অব্যাহতমুখ্যমন্ত্রী হন জ্যোতিবসু।

একাদশ বিধানসভা নির্বাচনের ফলাফল (১৯৯১)

একাদশ বিধানসভা নির্বাচনেও বাংলায় ক্ষমতা দখল করে বামেরা।মুখ্যমন্ত্রী হন জ্যোতিবসু।

দ্বাদশ বিধানসভা নির্বাচনের ফলাফল (১৯৯৬)

দ্বাদশ বিধানসভা নির্বাচনে বামেদের দুর্গ অব্যাহত রেখে পরপর পাঁচ বার ক্ষমতা দখল করেন জ্যোতিবসু।

ত্রয়োদশ বিধানসভা নির্বাচনের ফলাফল (২০০১)

ততোদিন কংগ্রেস ভেঙ্গে বেরিয়ে তৃনমূল কংগ্রেস তৈরি করেছেন মমতা বন্দোপাধ্যায়।এই কংগ্রেস-তৃনমূল জোটকে ২০০১ সালে হারিয়ে জয়ী হয় বামফ্রন্ট। দীর্ঘ ২৩ বছর মুখ্যমন্ত্রী থাকার পর সরে দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে চেয়ারে বসান জ্যোতিবসু।

চতুর্দশ বিধানসভা নির্বাচনের ফলাফল (২০০৬)

বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে ২৩৫টি আসনে জিতে বিপুলভাবে ক্ষমতায় ফেরে বামফ্রন্ট। বিরোধী তৃনমূল পায় ৩০টি আসন।

পঞ্চদশ বিধানসভা নির্বাচনের ফলাফল (২০১১)

৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে কংগ্রেস-তৃনমূল জোট। মুখ্যমন্ত্রী হন মমতা বন্দোপাধ্যায়।

ষোড়শ বিধানসভা নির্বাচনের ফলাফল (২০১৬)

ষোড়শ বিধানসভা নির্বাচনে ফের একবার বাংলার বিধানসভা দখল করে তৃনমূল কংগ্রেস। দ্বিতীয়বারের জন্য বাংলার ক্ষমতায় মমতা বন্দোপাধ্যায়। এই প্রথম তৃনমূল কংগ্রেসে একক দক্ষতায় রাজ্যের ক্ষমতা দখল করে রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে তৃনমূল পায় ২১১টি আসন, বামেরা পায় ৩২টি আসন, কংগ্রেস পায় ৪৪টি আসন (বাম-কংগ্রেস জোট পায় ৭৬টি আসন), বিজেপি পায় ৩টি আসন এব অন্যান্যরা পায় ৪টি আসন।
  ---------------------------------------------